সংক্ষিপ্ত বর্ণনা :-
জলসুখা ইউনিয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে 12(বার)জন জমিরদার বসবাস করত। এই গ্রামে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ও নদী ভরা মাছে সমৃদ্ধ ছিল। দূর দূরান্ত থেকে লোকজন এই গ্রাম ও জমিদার বাড়ী গুলো দেখার জন্য আসত। সব মিলিয়ে এই গ্রামটি ছিল অত্র এলাকার দর্শনীয় স্থান। এখন সেই জমিদারগণ নেই। আছে বিভিন্ন জমিদার বাড়ীর মোটা মোটা প্রাচীরের অংশাবশেষ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS